ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘দেবি’র টিজারে রহস্যময়ী জয়া (ভিডিও)    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ১৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ২৩:১৪, ১৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

রহস্য ভরা জয়ার ঝলক দেখা গেল ‘দেবি’ চলচ্চিত্রের টিজারে। মিসির আলীর মুখে সিগারেট আর রানু চরিত্রের একক পোস্টার প্রকাশের পর মুক্তি দেওয়া হলো চলচ্চিত্রটির টিজার। রোববার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে টিজারটি প্রকাশিত হয়।  

এই টিজারে জয়া আহসানকে দেখা গেল এক রহস্যময়ী চরিত্রে। তাকে কিছু সংলাপ আওড়াতে দেখা যায়- ‘সে দিনের পর থেকে আমি অনেক কিছু বলে দিতে পারি। আমি যা বলি তা সব সত্য হয়ে যায়’ এমন সংলাপ তাকে দিতে দেখা যায়। টিজারে অভিনেত্রী শবনম ফারিয়াকেও এক ঝলক দেখা যায়। সেখানে জয়া তাকে এসে বলে ‘আজকে গাড়ীতে করে কোথাও যাবেন না প্লিজ, তার এমন কথা শুনে চমকে ওঠেন ফারিয়া। জয়ার উচ্চরণে অলৈৗকিক শক্তির ইঙ্গিত রয়েছে।    

নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। সরকারি অনুদানে নির্মিত ছবিটির প্রযোজনা করছে জয়া আহসান।    

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি